মাত্র পাঁচ কোটি টাকা!!!!!

লিখেছেন লিখেছেন মিষ্টার আলিফ ২৯ মার্চ, ২০১৩, ০৯:৩৭:০০ সকাল

আমরা দামাল বাঙালি জাতি এখন টাকার পরিমান শুলনে অবাক হইনা। শেযার বাজারের 22 লাখ বিনিয়োগ কারীর 32 হাজার কোটি টাকা। বিখ্যাত-কুখ্যাত হলকার্ম গ্রুপের মাত্র ‍চার হাজার কোটি টাকা। অর্থমন্ত্রীর ভাষায় যা আদৌ কিছূই না। গাছ ব্যাপারী ডেসটিনি গ্রুপ এর দশ হাজার কোটি টাকার উপরে। বিসমিল্লাহ গ্রুপের তিন হাজার কোটি টাকা। পদ্মা সেতু কেলেংকারীর 2 হাজার কোটি টাকার কমিশন ভাগাভাগি। আগামী বাজের এর আগাম ছয় হাজার কোটি টাকা। আই সি এল হাতানো বিশ হাজার গ্রাহকের 8 হাজার কোটি টাকা। ইউনো পাইটু ইউ এর হাতানো 40 হাজার কোটি টাকা। আরো লোকান্তরের কয়েক কোটি হাজার শত অজানা কোটি টাকা। টাকা !টাকা! আর টাকা! বিকাশ মুক্ত 50 কোটি টাকা । সর্বশেষ আববাস উদ্দিন ওরপে কিলার আব্বাস মুক্তি বিনিময়ে অদল বদল হচ্ছে আবার সেই কোটি টাকা । তবে এটা দুই অংকের ঘরে পৌছাইনি । মাত্র পাঁচ কোটি টাকা । তাই বলে খুশি হবার কোন কারন দেখছি না। গোপন সূ্ত্রে পাওয়া তাজা খবর মতে, এই টাকা কিন্তু আবার কোটি টাকা চালাচালি হবে । এই টাকা আবার জনগন ‍মানে আমরা আম পাবলিক মুক্তিপন হিসেবে তাদেরকে সদকা দিতে হবে । একাকী গভীর রাতে তাই ভাবছি- বাংলাদেশের ইতিহাসে কোটি টাকা শদ্বদ্বয় স্বর্ণ-রুপা-তামা-সিলপর-ইষ্টিল-লোহা-পাষ্টিক-রং দ্বারা লিখা থ‍াকবে।

বিষয়: রাজনীতি

১০৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File